Unit Substation: এটি হল এমন এক ধরনের সাবস্টেশন যা প্রত্যেক জেনারেটিং পাওয়ার প্লান্টে থাকে। এটি সাধারণত ট্রান্সফর্মার এবং লো ভোল্টেজ লেভেলের সমন্বয় মাত্র। এটি কার্যকরি ইলেক্ট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে সিস্টেমে মিডিয়াম হতে লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশনে সিস্টেমে ব্যবহৃত হয়।সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে বাংলাদেশে প্রায় সব জেনারেটিং প্লান্ট ১১কেভি ভোল্টেজ উতপন্ন করে কিন্তু যখন সেই বিদ্যুত পিডিবির কাছে বিক্রি করে দেয় তখন তাদের নিকটস্থ সাবস্টেশনের ভোল্টেজের চাহিদা অনুসারে জেনারেটিং প্রতিষ্ঠানকে নিকটস্থ সাবস্টেশনের চাহিদা অনুসারে ভোল্টেজ করিয়ে দিতে হয় ,এর জন্য তাদের একটি নিজস্ব সাবস্টেশন থাকে ।সেই নিজস্ব সাবস্টেশনটিকে Unit Substation বলে। উদাহরন স্বরূপ বলা যেতে পারে চট্টগ্রামস্থ আরপিসিএল এর উতপাদন ১১কেভি তারা নিকটস্থ সাবস্টেশন মদুনাঘাটকে দেয়, এবং মদুনাঘাটের চাহিদা ৩৩ কেভি।তাহলে আরপিসিএল কে তাদের চাহিদা অনুসারে ৩৩ কেভি করে বানিয়ে দিতে হবে ।সুতরাং আরপিসিএল এর সেই সাবস্টেশনটিকে Unit Substation বলে।আশা করি সবাই বিষয়টি খুব ভাল ভাবে বুঝতে পেরেছেন।পরবর্তীতে ভিন্ন কিছু নিয়ে হাজির হব আপনাদের কাছে,তাই আমাদের সংগেই থাকুন ,ধন্যবাদ।
Unit Substation: এটি হল এমন এক ধরনের সাবস্টেশন যা প্রত্যেক জেনারেটিং পাওয়ার প্লান্টে থাকে। এটি সাধারণত ট্রান্সফর্মার এবং লো ভোল্টেজ লেভেলের সমন্বয় মাত্র। এটি কার্যকরি ইলেক্ট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনে সিস্টেমে মিডিয়াম হতে লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশনে সিস্টেমে ব্যবহৃত হয়।সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে বাংলাদেশে প্রায় সব জেনারেটিং প্লান্ট ১১কেভি ভোল্টেজ উতপন্ন করে কিন্তু যখন সেই বিদ্যুত পিডিবির কাছে বিক্রি করে দেয় তখন তাদের নিকটস্থ সাবস্টেশনের ভোল্টেজের চাহিদা অনুসারে জেনারেটিং প্রতিষ্ঠানকে নিকটস্থ সাবস্টেশনের চাহিদা অনুসারে ভোল্টেজ করিয়ে দিতে হয় ,এর জন্য তাদের একটি নিজস্ব সাবস্টেশন থাকে ।সেই নিজস্ব সাবস্টেশনটিকে Unit Substation বলে। উদাহরন স্বরূপ বলা যেতে পারে চট্টগ্রামস্থ আরপিসিএল এর উতপাদন ১১কেভি তারা নিকটস্থ সাবস্টেশন মদুনাঘাটকে দেয়, এবং মদুনাঘাটের চাহিদা ৩৩ কেভি।তাহলে আরপিসিএল কে তাদের চাহিদা অনুসারে ৩৩ কেভি করে বানিয়ে দিতে হবে ।সুতরাং আরপিসিএল এর সেই সাবস্টেশনটিকে Unit Substation বলে।আশা করি সবাই বিষয়টি খুব ভাল ভাবে বুঝতে পেরেছেন।পরবর্তীতে ভিন্ন কিছু নিয়ে হাজির হব আপনাদের কাছে,তাই আমাদের সংগেই থাকুন ,ধন্যবাদ।
No comments:
Post a Comment